Image description

ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। তাদের পার্শবর্তী কালিগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ওই থানায় সোপর্দ করা হয়েছে। 

আটকৃতরা হলেন— উপজেলার দোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫) ও সেক্রেটারি বাবুল আহম্মেদ (৪৮)। তাদের দুজনের বাড়ি উপজেলার দয়ারামপুর গ্রামে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি রোববার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মালেককে দয়ারামপুর বাজার ও বাবুল আহম্মেদকে পার্শবর্তী গ্রাম লক্ষিপুর বাজার থেকে আটক করেছে। 

আটকের পর তাদের কালিগজ্ঞ থানার সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালিগজ্ঞ থানায় বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।