Image description

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে ‘কর্ণফুলী টানেল’ করা হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের দুদিন পর গত ৭ আগস্ট টানেলের দুই প্রান্ত থেকে বঙ্গবন্ধুর নামফলক সরিয়ে নেওয়া হয়েছিল।