Image description

রংপুরের তারাগঞ্জে আলুর বাম্পার ফলন হলেও বাজারে ধস নেমেছে দামে। ভালো আবহাওয়ার কারণে এবার আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু বাজারে অতিরিক্ত যোগানের কারণে দাম কমে যাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। কৃষকরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়ার জন্য এবার কীটনাশকের ব্যবহার কম লেগেছে। তবে সার ও বীজের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়েছে। বর্তমান বাজারদরে আলু বিক্রি করে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে।

তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের আলু চাষি নুর আলম জানান , তিনি প্রতি কেজি ১০৫ টাকা দরে আলুর বীজ কিনে চাষ শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে খুচরা বাজারে আলুর দাম প্রতি কেজি মাত্র ২০ টাকা। উচ্চমূল্যে সার ও কীটনাশক কিনেও ফলন ভালো হলেও, বাজারে আলুর দাম কম থাকায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এভাবে লোকসান হতে থাকলে কৃষকরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন।

তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসার দীবা রানী রায় দৈনিক মানবকণ্ঠকে বলেন, আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা ৩১৫০ হে. হলেও এবার রেকর্ড ৪৫৩০ হে. জমিতে আলু চাষাবাদ হয়েছে এবং আবহাওয়া ভালো হওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা আলুর ন্যায্য মূল্য পেলে লাভবান হবে বলে তিনি আশা করেন।

মানবকণ্ঠ/এসআর