Image description

ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ নেতাসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় আখাউড়া থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।  আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন, পৌরশহরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আহমেদ (৬৫) ও উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য আপেল মাহমুদ (৪০) ছাড়াও উপজেলার মনিয়ন্দ এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি সিরাজ মিয়া (৬৩), একই এলাকার লাকসু (৫০), রায়হান প্রকাশ রিফাত আহমেদ (২৬), মাদক সেবনের অভিযোগে রাব্বি (২৭) ও সোহেল (২৫)। 

ওসি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে