Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বসতঘরে আগুনে পুড়ে আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা (দাঁড়ালিয়াপাড়া) এলাকার মাজার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডে বৃদ্ধ আবুল হোসেন জীবন্ত পুড়ে ছাই হয়ে যাওয়ায় আশপাশে মানুষ পোড়া গন্ধে ছেয়ে গেছে। বৃদ্ধের পরিবারের লোকজন ঘটনার সময় ঘরে থাকলেও অগ্নিকাণ্ডের সময় প্রাণভয়ে সবাই ঘর থেকে বের হয়ে আসলেও বৃদ্ধ আবুল হোসেন যে ঘরে ছিলেন তা কারো খেয়াল ছিল না। সবাই ভেবেছিলেন তিনিও ঘর থেকে বাইরে চলে গেছেন। আধ ঘণ্টা পর আগুন নিভে গেলে
তারা ঘরে এসে দেখেন বৃদ্ধের হাড়গোড় পোড়া একটি খাটের উপর পড়ে আছে। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘আগুনে বসতঘরের আসবাবপত্র পুড়ে গেছে। ঘরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন এক ব্যক্তি। খবর পেয়ে  এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা  এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’

মানবকণ্ঠ/এসআর