
অনেকে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচকে বিশ্বক্রিকেটে সবচেয়ে বড় ম্যাচ বলে থাকেন। মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল হাইভোল্টেজ সেই ম্যাচ মুখোমুখি দুই দল। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে অস্ট্রেলিয়ার। টস জিতেছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপরই তিনি জানিয়ে দিয়েছেন, আগে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া।
ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও অস্ট্রেলিয়া দুই পরিবর্তন নিয়ে খেলছে। দুবাইয়ের ধীরগতির উইকেটের কথা মাথায় রেখে পেসার স্পেন্সার জনসনের পরিবর্তে নেওয়া হয়েছে স্পিনার তানভির সংঘাকে। আর ইনজুরিতে ছিটকে যাওয়া ওপেনার ম্যাথিউ শর্টের বদলে দলে এসেছেন কুপার কনোলি। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
এখন পর্যন্ত ১৫১ বার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে অস্ট্রেলিয়া ৮৪টি, ভারত জিতেছে ৫৭টিতে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়া একাদশ: কুপার কনোলি, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং তানভীর সাঙ্ঘা।
মানবকণ্ঠ/আরআই
Comments