Image description

চট্টগ্রামে খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য প্রতি লিটার ১৬০ টাকা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। যা আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকরা ১৫৩ টাকা, ট্রেডার্সে ১৫৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৬০ টাকা প্রতিলিটার খোলা তেল বিক্রি করবেন। যা আজ (মঙ্গলবার) থেকে কার্যকর হয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যেকোনো পর্যায়ে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশেষ টাস্কফোর্স কমিটি।

নির্ধারিত দামের সঙ্গে একমত পোষণ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। 

এ ছাড়াও সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি করপোরেশন কর্তৃক অভিযান চলমান থাকবে বলেও সভায় উল্লেখ করা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অন্যান্য মুসলিম দেশগুলো রমজানে ভর্তুকি দিয়ে পণ্যের দাম স্বাভাবিক রাখে। তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরও বাজারের এই বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে। সব পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে সয়াবিন তেল কেনা-বেচার জন্য অনুরোধ করছি।’