
মেইন গেট টপকে বাসার দরজা ভেঙে রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় ঢুকে পড়েন ‘ছাত্র-জনতা’। অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসায় অভিযান চালান। তবে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থের খবরে ওই বাসায় তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের ওই বাড়িতে তল্লাশি চালায় ছাত্র-জনতা। তল্লাশির শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয় ‘ছাত্র-জনতা’ তানভীর ইমামের বাসায় তল্লাশি চালাবে। ওই বাসায় অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণে অর্থ রয়েছে এমন তথ্য জানানো হয়। এরপর গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হন। রাত ১২টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন।
এসময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করেন। পরে গেট খুলে দিলে শতাধিক ‘ছাত্র-জনতা’ বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুকে তল্লাশি চালান।
ছাত্র-জনতার তল্লাশির প্রায় আধা ঘণ্টা পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত হতে দেখা যায়। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
এ ছাড়া গুলশান থানায় যোগাযোগ করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Comments