
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রমজান মাসে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৃথক দুটি নোটিশ দিয়েছে উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার বণিক সমিতি। এ আদেশ অমান্য করে দোকান-রেস্তোরাঁ খোলা রাখা হলে সংশ্লিষ্ট দোকানি বা ব্যবসায়ীকে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে নোটিশে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার (১ মার্চ) রাতে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন বাজার ব্যবস্থাপনা কমিটি।
ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়, ‘এতদ্বারা ছেংগারচর বাজারের সকল হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান ব্যবসায়ী ভাইদেরকে জানানো যাইতেছে যে, আসছে পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষার্থে উপরোক্ত সকল ব্যবসায়ী ভাইদেরকে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্য করিলে তিন হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হলো।’
সুজাতপুর বাজার বণিক সমিতি নোটিশে উল্লেখ করেছে, ‘এতদ্বারা সুজাতপুর বাজারের সকল হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান ব্যবসায়ী ভাইদেরকে জানানো যাইতেছে যে, আসছে পবিত্র মাহে রমজান এর পবিত্রতা রক্ষার্থে উপরোক্ত সকল ব্যবসায়ী ভাইদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্য করিলে এক হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হইল।’
নাম প্রকাশ না করার শর্তে ছেংগারচর ও সুজাতপুর বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, বাজার সমিতির এ ধরনের নির্দেশ অবৈধ। এটি কেবল প্রশাসনের লোকেরাই দিতে পারেন। বাজার সমিতির এ নির্দেশ তারা মানবেন কি না ভেবে দেখবেন। রমজানে প্রতিষ্ঠান খোলা রাখলে সেটি দেখার ও জরিমানা করার এখতিয়ার প্রশাসনের।
সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন জানান, সুজাতপুর বাজারে দিনে খাবার হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে এক হাজার টাকা জরিমানা করা হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মণি বলেন, বিষয়টি জেনেছি। ওই দুই নোটিশের কপিও হাতে এসেছে। এটি আইনবহির্ভূত কাজ। প্রশাসনের কাজ বাজার সমিতি করতে পারে না। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Comments