
বগুড়ার শেরপুরের ধুনটরোড এলাকায় বাস ও ট্রাকের চাপায় পড়ে সুজন আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত সুজন আলী শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের নায়েব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে সুজন আলী শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা তেলের লরির পিছনে সিরাজগঞ্জগামী একটি বাস ধাক্কা দেয়। এতে দুই গাড়ির চাপায় পড়ে সুজন আলী ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
Comments