Image description

ভোলার বোরহানউদ্দিন টু ঢাকা নৌরুটে চলাচলকারী এমভি মানিক-১ নামে একটি লঞ্চের পাখা পরিষ্কার করতে নেমে তাজুল ইসলাম (৩৫) নামে ওই লঞ্চের এক ইঞ্জিন মেকানিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় লঞ্চে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৫ মার্চ) বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলা লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইঞ্জিন মেকানিক লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা।

লঞ্চ স্টাফ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাট থেকে বোরহানউদ্দিন লঞ্চ ঘাটে আসে এমভি মানিক-১ নামের লঞ্চটি।যাত্রাপথে মাঝ নদীতে লঞ্চের পাখায় জাল পেঁচিয়ে যায়। বুধবার বিকেলে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে লঞ্চের পাখা পরিষ্কার করার জন্য নদীতে নামেন ইঞ্জিন মেকানিক তাজুল ইসলাম। একপর্যায়ে ১০-১৫ মিনিট পরও তিনি পানির ওপরে না উঠলে বিষয়টি সন্দেহ হলে লঞ্চের অন্যান্য স্টাফরা নদীতে নেমে তাকে খোঁজ করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা উদ্ধার অভিযান চালায়। এদিন রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে নিখোঁজ তাজুল ইসলামের খোঁজ মেলেনি। 

এর আগে এদিন সন্ধ্যায় তাজুল ইসলাম নদীতে নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়লে ও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার বিলম্বের অভিযোগে লঞ্চ স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় স্থানীয়রা। পরে একদল বিক্ষুব্ধ জনতা এমভি মানিক-১ নামের লঞ্চটির ১ম তলা থেকে ৩য় তলা পর্যন্ত ভাঙচুর চালায়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমভি মানিক-১ নামে একটি লঞ্চের এক স্টাফ নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়েছি। আমাদের নিজস্ব ডুবুরি নেই। বরিশাল থেকে ডুবুরির একটি টিম আসছে।পরবর্তী সময়ে পুনরায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চালানো হবে।