Image description

ছাত্র-জনতার নাম করে সন্ত্রাসীরা নৈরাজ্য চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগ কর্মশালায় তিনি বলেন, ‘শক্ত হাতে নৈরাজ্য রুখে দেওয়া হবে।’ 

আইজিপি আরও বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা-নির্যাতনে জড়িত অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে বাহিনীর গৌরব ফেরানোর চেষ্টা করা হচ্ছে।’

কর্মশালায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘গত ১৬ বছর ফরমায়েশি রায় দিয়েছেন বিচারকরা।’ এসময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এই সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না।’

কর্মশালায় রংপুর বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগের কর্মকর্তারা অংশ নেন। মূল বক্তব্য উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান। কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন এবং তার প্রতিকার চান। বিশেষ করে চার্জশিট দেওয়ার পর আসামি খালাসের বিষয়ে কথা বলেন পুলিশ ও বিচারকরা।