Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোরে মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী হামিম ও আমির হামজা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশ জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাও এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা, মৃত হজরত আলীর ছেলে হামিম। শনিবার ভোরে দুটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অপকর্ম চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের শনিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।