Image description

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একদল দুর্বৃত্তের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপূর্ব নামে ছাত্রদলের একজন কর্মী। এসময় স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সম্রাট নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। রোববার রাত ১০টায় শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সে ফতুল্লার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আজিজু্ল ইসলাম রাজিব জানান, রাতে দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নেতা-কর্মীদের নিয়ে একটি মিছিল করেন। মিছিলে অপূর্বও ছিলো। মিছিল শেষে যাওয়ার পথে একটি চায়ের দোকানের সামনে সম্রাট নামে এক ব্যক্তি ঝগড়া করছিল। বিষয়টি দেখে অপূর্ব থামাতে গেলে দুর্বৃত্ত সম্রাটের সঙ্গে অপূর্ব কথা কাটাকাটির এক পর্যায়ে তার সঙ্গে থাকা ছুরি দিয়ে অপূর্বকে আঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সম্রাটকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

মানবকণ্ঠ/আরআই