
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বাস স্টেশনস্থ 'আল আকসা হোটেল এন্ড রেস্টুরেন্টের' মো.আনোয়ার হোসেন রাফি (১৮) নামের এক কর্মচারী বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে দশটার দিকে পৌরসভার বাস স্টেশনস্থ ওই রেস্টুরেন্টের ছাদে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেস্টুরেন্ট কর্মচারী আনোয়ার হোসেন রাফি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও এলাকায় মুনসুর আলীর পুত্র।
চাকরির সুবাদে সে হাটহাজারী পৌরসভার শেরে বাংলা মাজার গেইট এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদক কে জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments