
সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাতটার দিকে জেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক স্থানে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নির্জন জায়গায় ওই মরদেহটি দেখে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের হাত-পা ও মুখ মোটা স্কচটেপ দিয়ে বাঁধা এবং গলায় মাফলার দিয়ে প্যাচানো ছিল। তার বয়স আনুমানিক ৫৫ থেকে ৫৭ বছর, পরনে লুঙ্গি ও খয়েরি রঙের শার্ট। শার্টের ওপরে পরা ছিল উলের হাতাকাটা সোয়েটার।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ধারণা করা হচ্ছে- অন্য জায়গায় খুন করার পর মরদেহ কাজিপুরের ওই নির্জন স্থান ফেলে যায় কেউ। ময়নাতদন্তের জন্যে মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই
Comments