
আজ থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। সেখানে খেলতে গিয়েছিল বাংলাদেশ টাইগার্স নামের একটি দল। যেখানে বাংলাদেশ টাইগার্স নামে একটি দল থেকে খেলার কথা ছিলো বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের। সেই উদ্দেশ্যে সোমবার ভারত গিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত কোন ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়দের। টুর্নামেন্টে বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব পালনের কথা ছিল দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসের৷
মূলত আইসিসি ও বিসিসিআই থেকে কোনো অনুমোদন না থাকায় বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারদের এই লিগে না খেলার জন্য সতর্ক করা হয়েছে। যদি এরপরও কেউ অংশ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে। বিসিবির এমন কড়া অবস্থানের কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন সাবেক ক্রিকেটাররা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে ১১ মার্চ আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ টাইগার্সের। এছাড়া রয়েছে ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। সাথে যোগ দেবে এশিয়ান স্টার্স। এই দলে আছেন এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটার, বাংলাদেশের সাকিব আল হাসানের খেলার কথা এশিয়ান স্টার্সের হয়ে। ১৮ মার্চ হবে এই টুর্নামেন্টটির ফাইনাল।
মানবকণ্ঠ/আরআই
Comments