Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্থার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বাহাদুর শাহ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় অভিযুক্ত এক রিকশাচালককে আটক করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে প্রক্টর অফিসে নেয়া হলে অভিযুক্ত ওই রিকশাচালককে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি ব্যবস্থা গ্রহণের জন্য একটি আবেদনও দেন ভুক্তভোগী শিক্ষার্থী। আবেদনে শিক্ষার্থী বলেন,  আমি ফার্মেসী থেকে ফেরার পথে বাহাদুর শাহ পার্কের পাশে এক রিকশাচালক আমাকে শারীরিকভাবে হেনস্থা করে। পরবর্তীতে আমার সহপাঠীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীরা ওই রিকশাচালককে প্রক্টর অফিসে নিয়ে এসেছিল। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।