Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তার ফেসবুকে শাহবাগী গোষ্ঠী বিচার চাই না, ফাঁসি চাই স্লোগান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছিল উল্লেখ করে তাদের বিচার চেয়েছেন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা আদর্শিক হেজেমনি দিয়ে দেশে ইসলামোফোবিয়া এবং আবহমান সম্প্রীতির সমাজে হিংসা-বিদ্বেষ ছড়িয়েছে। ‘হাসিনাকে গডমাদার অফ ফ্যাসিজম’ হিসেবে তৈরি করেছে।

শাপলা গণহত্যা ও আল্লামা সাঈদীর রায়ের পরিপ্রেক্ষিতে গণহত্যার মূল পরিকল্পনাকারী ছিল এরাই।

তিনি আরো বলেন, শাহবাগে তৈরিকৃত ফ্যাসিবাদী পাটাতনে দাঁড়িয়ে হাসিনা জুলাইসহ যত গণহত্যা চালিয়েছে এর দায় অবশ্যই এদেরকে নিতে হবে। তিনি শাহবাগীদের ফ্যাসিবাদের দালাল বলে ন্যায়বিচার চেয়েছেন।

মানবকণ্ঠ/আরআই