Image description

ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে তার প্রেম নিয়ে অনেক চর্চা হয়েছে। তারপর এ অভিনেতার নাম জড়ায় অনন্যা পাণ্ডের সঙ্গে। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্তিক। আর এ গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন অভিনেতার মা।

কয়েক দিন আগে অনুষ্ঠিত হয় আইফা অ্যাওয়ার্ড। এ মঞ্চে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারি। সেখানে পরিচালক-সঞ্চালক করন জোহর কার্তিকের মায়ের কাছে জানতে চান, পুত্রবধূ হিসেবে কাকে আপনার পছন্দ? এ প্রশ্ন শোনার পরই দর্শক সারি থেকে সমস্বরে বলতে থাকেন— অনন্যা। কিন্তু কার্তিকের মা বলেন, “না না। সে (কার্তিক) একজন ডাক্তারের কথা বলেছে।” 

এ কথা শোনার পরই করন জোহর চলে যান কার্তিকের কাছে। তার কাছে জানতে চান, “তুমি একজন ডাক্তারের সঙ্গে কাজ করছো?” জবাবে কার্তিক আরিয়ান বলেন, “না না, সত্যিকারের ডাক্তারের কথা বলেছি।”

২০০১ সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। ২০২১ সালে সেখানে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী। 

অনুরাগ বসু পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন শ্রীলীলা ও কার্তিক আরিয়ান। শোনা যাচ্ছে, সিনেমাটির নাম ‘আশিকি থ্রি’। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই নির্মাতা। তবে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি।

মানবকণ্ঠ/আরআই