Image description

জেলার মধুপুরে বেরিভাইদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য আছর আলী আকন্দকে গ্রেফতারের পর ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খলিলুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খলিলুর রহমান উপজেলার দানকবান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা আছর আলীকে গত ৮ মার্চ রাত ১২টার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারের বিষয়ে ফেসবুকে পোস্ট আকারে দেওয়াকে কেন্দ্র করে ৯ মার্চ রাত ৮টার দিকে আছর আলীর ভাই হাফেজ, ফজর ও রিয়াজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্রসহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, সাইম, নাইম, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালায়।

এতে মারাত্মকভাবে আহত হন তারা। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে খলিলুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির জানান, ৪/৫ দিন আগে যুবলীগ নেতাকে গ্রেফতার করা নিয়ে পক্ষে-বিপক্ষে ফেসবুকে মেসেজ ও পোস্টকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত ঘটে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।