Image description

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে নোঙর করা অবস্থায় মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটে।এ সময় বাল্কহেডের ২ জন কর্মচারী নিখোঁজ হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঘাটে নোঙর করা একটি বাল্কহেড রশি ছিঁড়ে মুহূর্তেই আড়াআড়িভাবে পানির মধ্যে তলিয়ে যায়।এ সময় স্থানীয়রা জানতে পারে ভেতরে দুজন কর্মচারী ঘুমিয়ে ছিল। কিন্তু এটি এত দ্রুতই পানির মধ্যে তলিয়ে যায় যে কোনভাবেই তাদের দুজনকে বের করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ৯৯৯ এ ফোন করে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। কিন্তু শরীয়তপুরে কোন ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম চালায়।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার লিয়াকত হোসেন জানান, আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, বাল্কহেডটির পেছনের অংশে অতিরিক্ত জিও ব‍্যাগ থাকায় পদ্মায় ডুবে গিয়ে ২ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধানে কাজ করছে  ডুবুরি দল।’