Image description

আগামী আগস্টে মাঠে গড়াবে নতুন ঘরানার ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড। প্লেয়ার্স ড্রাফটে পাকিস্তানের ৪৫ জন ক্রিকেটার নাম দিলেও একজনও দল পাননি! অন্যদিকে ২৯ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করলেও তাদেরও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায় নি।

ড্রাফটে দল পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, হেনরিখ ক্লাসেন, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারসহ বেশ কয়েকজন বিশ্বখ্যাত ক্রিকেটার।

বার্মিংহাম ফিনিক্স দলে জায়গা পেয়েছেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে ও টিম সাউদি। লন্ডন স্পিরিট দলে ভিড়িয়েছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও অ্যাস্টন টার্নারকে। ম্যানচেস্টার অরিজিনালসে খেলবেন হেনরিখ ক্লাসেন, নূর আহমদ ও রাচিন রবীন্দ্র।

নর্দান সুপারচার্জার্সের হয়ে মাঠে নামবেন ডেভিড মিলার, মিচেল স্যান্টনার ও বেন ডোয়ারশিস। এছাড়া ওভাল ইনভিন্সিবলে রশিদ খানের সঙ্গে থাকবেন জেসন বেহেরনডর্ফ ও ডোনোভান ফেরেইরা। সাউদার্ন ব্রেভে দেখা যাবে মাইকেল ব্রেসওয়েল, ফাফ ডু প্লেসি ও ফিন অ্যালেনকে। ট্রেন্ট রকেটসে যোগ দিয়েছেন মার্কাস স্টইনিস, লকি ফার্গুসন ও জর্জ লিন্ডে। ওয়েলশ ফায়ার দলে নিয়েছে স্টিভ স্মিথ, ক্রিস গ্রিন ও রাইলি মেরিডিথকে।