Image description

রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় মংরি রাখাইন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সকালে শহরের রিজার্ভ বাজার এলাকার  ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনির স’মিলের শেষ প্রান্তে হ্রদ থেকে উদ্ধার করা হয় মরদেহটি।

মংরি রাখাইনের স্থায়ী ঠিকানা কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায়। তিনি রিজার্ভ বাজার নাপ্পিঘাটা এলাকায় ব্যবসা  করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকার  ১ নম্বর ওয়ার্ড গীতাশ্রম কলোনির স’মিলের শেষ প্রান্তে হ্রদে একটি  মরদেহ  ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। 

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।