ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে
পুতিনের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ কথা বলেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত থামবে বলে মনে হচ্ছে।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন উইটকফের মাধ্যমে ট্রাম্পকে কিছু ‘সংকেত’ পাঠিয়েছেন। তিনি বলেন, উইটকফ ট্রাম্পকে ব্রিফিং দেওয়ার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনিক আলোচনার সময় নির্ধারণ করা হবে। শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছে।
Comments