Image description

রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিমপাড়ার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শারীরিক প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে অভিযুক্ত যুবক বোরকা পরে কৌশলে পালানোর সময় স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আলম মিয়া উপজেলার চিথলি পশ্চিমপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

মেয়েটি উপজেলার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় ওত পেতে থাকা শাহ্ আলম তাকে ধরে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে শাহ্ আলম পালিয়ে যায়। স্থানীয়রা তখন মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেন। রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত শাহ্ আলম বোরকা পরে পালানোর চেষ্টা করে। পথে লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, 'ধর্ষণের শিকার শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বাবা মামলা করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।'

মানবকণ্ঠ/আরআই