Image description

মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মো. হাবিব (৪৫) চনপাড়া এলাকার আনোয়ার মোল্লা ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।  

নিহতের ভাই মো. বাবু বলেন, রাত দেড়টার দিকে চনপাড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে যায় আমার ভাই। সেখানে একটি গুলি তার গায়ে লাগে। পরে আমরা খবর পেয়ে আমার ভাইকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই