
বাংলাদেশ দলের হয়ে এখনো অভিষেক হয়নি হামজা চৌধুরীর। লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আরো ৫ দিন অপেক্ষা করতে হবে ডিফেন্সিভ মিডফিল্ডারকে। তবে জাতীয় দলের জার্সিতে লম্বা রেসের ঘোড়া হতে চান তিনি। বাংলাদেশের হয়ে অনেক বছর খেলতে চান বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন হামজা।
সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াইয়ের লেস্টার সিটির অভিজ্ঞতাও শেয়ার করতে চান হামজা। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলা ২৭ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘ব্যাপারটা সেরকমই। অবশ্যই, যখন সময় আসবে, আমি আমার অভিজ্ঞতা এবং গল্প ভাগাভাগি করব। যেটা বলছিলাম, লেস্টারের গল্প অন্যরকম গল্প।
লেস্টারের মতোই গল্প লিখতে বাংলাদেশের হয়ে অনেক বছর খেলতে চান হামজা। তিনি বলেছেন, ‘তবে একটা জাতি হিসেবে আমরাও দারুণ, আমাদেরও সম্ভাবনা আছে, আমরাও কিছু অর্জন করতে পারি, এ জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে। তাড়াহুড়ার কিছু নেই। ইনশাল্লাহ বাংলাদেশের হয়ে অনেক বছর খেলব আমি।’
বাংলাদেশের হয়ে কখন খেলার সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে হামজা বলেছেন, ‘অনেকগুলো বিষয় ছিল। যখন নতুন সভাপতি তাবিথ আউয়াল আমার সাক্ষাৎ করলেন, পরিকল্পনা জানালেন, আমিও দেখলাম একটা দল কিছু অর্জন করতে চায়, আমিও চেয়েছি জাতীয় দলের হয়ে খেলতে, কোচ ও সভাপতি আমাকে আত্মবিশ্বাসী করলেন, আমি এলাম।’
Comments