
যশোরে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে থানা চত্বরে মারপিট করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার ইফতারির আগ মুহূর্তে যশোর কোতোয়ালি মডেল থানায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, ‘বুধবার বিকেলে যশোর শহরের খড়কি এলাকার জনৈক রিকশাচালকের ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাই আমরা। এর পরপরই পুলিশ ধর্ষণের চেষ্টাকারী মো. আরমানকে (১৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচারের দাবিতে থানা ঘেরাও করে। একপর্যায়ে তারা তাৎক্ষণিক বিচারের দাবিতে আরমানকে মারপিট করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।’
ওসি বাবলুর রহমান আরও বলেন, ‘পরে পুলিশ শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
উল্লেখ্য, দুপুরে ওই রিকশাচালকের বাড়িতে শুধুমাত্র তার শিশুকন্যা অবস্থান করছিল। সেই সুযোগে আরমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির পিতা বাড়ি এলে টের পেয়ে পালিয়ে যায় আরমান।
Comments