
ঢাকার বাইরে উন্নয়নে জোরদার দিয়ে নামফলকবিহীন উন্নয়নের যুগ সূচনা করতে চান ইউনূস সরকার। বুধবার সকালে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার-১ ও নরসিংদী কমিউটার-৪ ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির এমন কথা বলেন।
দুর্নীতি ও অপচয় রেলের লোকসানের কারণ উল্লেখ করে তিনি বলেন, টিকিট কালোবাজারি রোধ করতে পারলে রেল লাভের মুখ দেখবে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীদের চাহিদা মাথায় রেখে বিভিন্ন রুটে আরও নতুন নতুন ট্রেন চালু করা হবে। তবে লোকসান থেকে বের না হতে পারলে রেল সেবা কমানো ছাড়া কোনো উপায় থাকবে না সরকারের।
এদিকে এবারের রেলপথের ঈদযাত্রায় ভোগান্তি পরিবর্তে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। গত দুই দিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেলেও, সরকারি ছুটির দিন উপলক্ষে যেই ভিড় হবার কথা তেমনটা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে সবগুলো ট্রেনই কোনো সিডিউল মিস না করে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।
মানবকণ্ঠ/আরআই
Comments