
রাজধানীতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে মাগরিবের জামাতে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এ ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে সেনাপ্রধানের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করেন।
সেখান থেকে ধারণ করা এক ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।
একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।
ইফতারের পর অনুষ্ঠানস্থলে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। এ সময় জামাতে ইমামতি করেন সেনাপ্রধান।
মানবকণ্ঠ/আরআই
Comments