
চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রাম থেকে ৩০টি সোনার বার ও টুকরো আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়। জব্দ করা সোনার দাম ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় আফসার আলী (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক আফছারের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামে।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ছয়ঘড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা আটক করে।
আটক আফসার আলীর শরীর তল্লাশি করে বিজিবি সদস্যরা তাঁর কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার ও ১৪টি সোনার টুকরো জব্দ করে। জব্দ করা সোনার ওজন ৩ কেজি ৬ গ্রাম।
এ ঘটনায় মামলা ও আটক আসামিকে থানায় সোপর্দ করা হবে। এ ছাড়া জব্দ করা সোনা ট্রেজারিতে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন।
Comments