Image description

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ জানালেন, যদি তার দল টানা দুইবার বিশ্বকাপ জেতে, তবে তিনি জাতীয় দল থেকে অবসর নেবেন।  

সম্প্রতি বিপ্লে'কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশেষ করে ২০২২ বিশ্বকাপ ফাইনালে কুলো মুয়ানির শট রুখে দেওয়ার ঘটনা নিয়ে কথা বলেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে নিজের উন্নতি এবং জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেন।  

মার্টিনেজ বলেন, ‘যদি আমরা টানা দুইটি বিশ্বকাপ জিতি, তাহলে আমি জাতীয় দল থেকে অবসর নেব। তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করতে হবে।’  

আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে, তবে তার অনুভূতি কেমন হবে, সে বিষয়েও কথা বলেছেন মার্টিনেজ। তিনি বলেন, ‘এ রকম ঘটনা আর ঘটবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছি, যা আমি জন্মের পর কখনো দেখিনি। এখন সাত বছর বয়সী একটি শিশুও জানে বিশ্বকাপ জয়ের আনন্দ কেমন। তবে দ্বিতীয়বার জিতলে মানুষ খুশি হবে, উদযাপন করবে, কিন্তু আগের মতো আবেগপ্রবণ হবে না।’  

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভস জিতেছিলেন মার্টিনেজ। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের দুইটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। এখন তার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে রাখলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।