Image description

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নয়নকাজের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। পছন্দের ঠিকাদার নিয়োগ দিতে উপেক্ষা করা হয়েছে সরকারি ক্রয় নীতিমালা। টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে এড়িয়ে কাজ দেওয়া হয়েছে অন্যদের।

এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ করায় বন্দরের ইলেকট্রিক্যাল শাখা সর্বনিম্ন দরদাতা ঠিকাদারকে নিয়মবহির্ভূতভাবে কালোতালিকাভুক্ত করেছে বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে লালদিয়া কনটেইনার টার্মিনাল-২-এ হাই মাস্ট ও এলইডি লাইট স্থাপন কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। সেখানে সর্বনিম্ন দুই দরদাতা প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এবং এএম ইঞ্জিনিয়ারিংকে উপেক্ষা করে কাজ দেওয়া হয় এঅ্যান্ডজে ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানটি ৯ কোটি ৭৭ লাখ টাকার দরপ্রস্তাব করেছিল, যা প্রথম সর্বনিম্ন দরদাতার চেয়ে ১ কোটি ১২ লাখ এবং দ্বিতীয় সর্বনিম্ন দরদাতার চেয়ে ৪১ লাখ টাকা বেশি।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘সর্বনিম্ন দরদাতা হলেই কাজ পাবেন না। তার সক্ষমতা আছে কি না-টেন্ডার কমিটির বিবেচনার বিষয় রয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি হয়েছে, দেখা যাক কী পাওয়া যায়।’

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এঅ্যান্ডজে ইন্টারন্যাশনালের সঙ্গে বন্দরের বিদ্যুৎ বিভাগের দুই কর্মকর্তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ কারণেই বেশি দর আহ্বান করেও কাজ পাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।