নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নসু মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে । শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার চিশতীয়া মার্কেটে এই ঘটনা ঘটে।
নিহত নসু মিয়া উপজেলার শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত সাজু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নসু মিয়া প্রতিদিনের মতো সকালে নিজের ব্যটারী চালিত অটোরিক্সা নিয়ে নাসিরনগর সদরে আসেন। বেলা আনুমানিক ৯.৪৫ সময়ে রিকশা মেরামতের জন্য চিশতীয়া মার্কেটের দেবু সরকারের মালিকানাধীন উজ্জল সাইকেল স্টোরে আসেন। তখন তিনি নিজ হাতে ধরে কোথায় জ্বালাই করতে হবে দেখিয়ে দিতে গিয়েই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মাটিতে । সাথে সাথেই তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাকে বাঁচাতে এসে আরেকজন আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়িয়া নেয়া হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা এখনো হয়নি তবে হবে”।
Comments