
চার দিনের চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে আরও দুই দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে তিনি বাসায় ফেরেন।
এদিকে, বৃহস্পতিবার তামিমের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার তার ধূমপানের অভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্য করেছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। তবে শুক্রবার দ্বিতীয় এক সংবাদ সম্মেলনে সেই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।
ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে ধূমপানের প্রসঙ্গ এসেছিল। কিন্তু ভুলবশত তামিমের নাম উল্লেখ হয়ে গেছে, যা অনাকাঙ্ক্ষিত। এজন্য আমি দুঃখিত।
তিনি আরও জানান, তামিমের স্বাস্থ্যঝুঁকি কমাতে রিস্ক ফ্যাক্টর মিটিগেশনের অংশ হিসেবে ধূমপান ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে, সংবাদ সম্মেলনে চিকিৎসক জানান, হি ইজ আ স্মোকার। হি হ্যাভ টু কুইট স্মোকিং। ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথমে তো ও বলেছিল, ‘আমি ছাড়তেই পারব না’।
পরে বললো, ‘আস্তে আস্তে ছাড়বো, ভেপ নেবো’। আমি বললাম, না, ভেপও নিতে পারবে না। পরে সকালে সে বুঝেছে এবং নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে তামিমের চিকিৎসা নিয়ে হাসপাতালের কোনো ত্রুটি ছিল না বলে জানান সংশ্লিষ্ট চিকিৎসকরা। কেপিজে ও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞরা আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের অন্যতম সেরা এই ক্রিকেটারকে সুস্থ করে তুলেছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও মহান সৃষ্টিকর্তার দয়ায় তিনি এখন সুস্থতার পথে।
সুস্থ হয়ে আজ বনানী ডিওএইচএসের নিজ বাসায় ফিরেছেন তামিম ইকবাল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিগগিরই তিনি পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এবং সুস্থ জীবনে ফিরে আসবেন।
মানবকণ্ঠ/আরআই
Comments