
সুপারস্টার শাকিব খানের দুইটি সিনেমা মুক্তি পেয়েছে এই ঈদে। এর মধ্যে রয়েছে ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। যদিও দুই সিনেমার প্রযোজকরা আশা করেছিলেন ব্যবসায়িক সাফল্যের, তবে দর্শকরা অধিকাংশ সময় ‘বরবাদ’কে বেছে নিয়েছেন, ফলে ‘অন্তরাত্মা’ তেমন ভালো সাড়া পায়নি।
এবারের ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত ও ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’ ছিল এক অপ্রত্যাশিত সংযোজন। চার বছর আগে নির্মিত এই সিনেমাটি মুক্তির পূর্বে তেমন প্রচারণা না হলেও হঠাৎ করেই ঈদে মুক্তির তালিকায় নাম লিখায়। মুক্তির দ্বিতীয় দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হয়েছে সিনেমাটি।
বিষয়টিন জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘অন্তরাত্মা’ সিনেমাটির চাহিনা তেমন বলা যায়। আমরা দর্শকের আগ্রহ আর তাদের চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে থাকি। যদি আমরা দেখি কোনো সিনেমা দর্শক টানতে পারে না তখন আমরা সেই সিনেমা নামিয়ে দর্শকের আগ্রহ বিবেচনা করি। আমরা দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দিলেও দর্শকের চাহিদা থাকায় শাকিব খানের ‘বরবাদ’- এর শোয়ের সংখ্যা বেড়েছে।
এবারের ঈদে কোন সিনেমা বেশি চলছে জানতে চাইলে মেজবাহ আহমেদ বলেন, দর্শক ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ‘চক্কর ৩০২’ দেখতে আসছে। আমরা তাদের চাহিদার দিকে নজর দিয়ে শোয়ের সংখ্যা বাড়াতে কাজ করছি।
প্রসঙ্গত, ‘অন্তরাত্মা’র গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।
মানবকণ্ঠ/আরআই
Comments