
শ্বশুরবাড়ি থেকে যৌতুক দাবি করা হয়েছে ৫০ লাখ। আর তা না দেওয়ায় বাড়িতেই প্রবেশ করতে দেওয়া হলো না নববিবাহিতা এক নারীকে। আর এমনই অভিযোগে শ্বশুরবাড়ির বাইরেই অবস্থান নিলেন ওই নারী।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, গত ৩০ মার্চ থেকে নববিবাহিতা এক নারী তার শ্বশুরবাড়ির বাইরে বসে আছেন। কারণ তার স্বামী প্রণব সিংহল এবং তার পরিবার ৫০ লাখ রুপির যৌতুক দাবি করে তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি।
৩০ বছর বয়সী শালিনী সিংহল ও ৩২ বছর বয়সী প্রণব সিংহল চলতি বছরের ২ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন। এরপর গত ১৫ ফেব্রুয়ারি এই দম্পতি ইন্দোনেশিয়ায় মধুচন্দ্রিমা করতে গিয়েছিলেন এবং দশ দিন পর ফিরে আসেন।
সূত্রমতে, শালিনী গত ৫ মার্চ পর্যন্ত তার শ্বশুরবাড়ির সাথেই ছিলেন। এরপর তিনি হোলির জন্য তার বাবা-মায়ের বাড়িতে যান। ৩০ মার্চ যখন তিনি ফিরে আসেন, তখন তাকে শ্বশুরবাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। আর এর ফলে তিনি বাড়ির বাইরে তার অবস্থান কর্মসূচিতে যান।
এদিকে অভিযুক্ত স্বামী প্রণব সিংহল কোনও ধরনের যৌতুক চাওয়ার কথা অস্বীকার করেছেন এবং বলেছেন, তিনি এবং তার পরিবার নিজেদের নিরাপত্তার জন্য চিন্তিত।
তিনি অভিযোগ করেন, “সে কী করতে পারে তা ভেমে আমি আতঙ্কিত, বিশেষ করে মিরাটের নীল ড্রামের ঘটনার পর। সে আমাদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে। সেই কারণেই আমরা তাকে আমাদের বাড়িতে থাকতে দিতে পারি না।”
Comments