
গতকাল শুক্রবারের আগে আর হিলালের বিপক্ষে আল নাসরের শেষ জয়টা ছিল ২০২৩ সালের আগস্টে। ২০ মাস আগে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে হিলালকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নাসর। এরপর দুদল মুখোমুখি হয়েছে আরও ৭ বার। কিন্তু হিলালকে আর হারাতে পারেননি রোনালদোররা। ২ ড্রয়ের বিপরীতে ৫ বার পরাজয় নিয়ে ফিরতে হয়েছে।
অবশেষে জয়খরা কেটেছে আল নাসরের। সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে হিলালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্তেফানো পিওলির শিষ্যরা। কিংডম অ্যারেনাতে নাসরকে জেতাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকা জোড়া গোল করেছেন। নাসরের অন্য গোলটি করেছেন আল হাসান। আর হিলালের হয়ে একটি গোল শোধ করেছেন আল আলি।
দীর্ঘ ২০ মাস পর ডার্বি জয়, মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে জোড়া গোল করা রোনালদো ম্যাচ শেষে বলেছেন, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবছেন না তিনি। দলের জয়ে অবদান রাখতে পারাই তার চোখে এগিয়ে।
গতকালের জয়ে লিগের ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে নাসর। তবে শীর্ষে থাকা আল ইত্তিহাদের (২৫ ম্যাচে ৬১ পয়েন্ট) সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে পিওলির দল। আর নাসরের সমান ২৬ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।
কিংডম অ্যারেনাতে উপস্থিত প্রায় ২৫ হাজার দর্শকের সামনে ম্যাচের শুরু থেকে আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে দু’দল। কিন্তু কোনোভাবেই গোল করতে পারছিল না কোনো দল। অবশেষে বিরতির ঠিক আগে আল হাসানের কল্যাণে গোলের দেখা মেলে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে নাসরকে এগিয়ে (১-০) দেন সৌদি আরবের এ মিডফিল্ডারের।
বিরতির ঠিক পরেই ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের পাস বক্সের ভেতর পেয়ে প্রথম স্পর্শেই হিলাল গোলকিপার ইয়াসিন বুনুকে পরাস্ত করেন পর্তুগিজ সুপারস্টার।
এরপর অবশ্য অবশ্য ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালায় হিলাল। ম্যাচে ৬২ মিনিটে আল আলির হেডে একটা গোল শোধও করে জর্জ জেসুদের দল। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। উল্টো নির্ধারিত সময়ের ২ মিনিট আগে রোনালদোর পেনাল্টি গোলে ৩-১ গোলের বড় হার নিশ্চিত হয় হিলালের।
গতকালের জোড়া গোলে চলতি মৌসুমে লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ২১। ১০০০ গোলকে পাখির চোখ করা রোনালদোর সব মিলিয়ে ক্যারিয়ারে গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩১। ৪০ বছর বয়সেও যেভাবে খেলে যাচ্ছেন, তাতে হাজারতম গোল অসম্ভব মনে হচ্ছে না। তবে ম্যাচ শেষে পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবছেন না তিনি।
রোনালদোর ভাষায়, ‘এখন সময় উপভোগের। আমি ১০০০ গোল নিয়ে ভাবছি না। যদি হয়ে যায়, তাহলে সেটা হবে দারুণ কিছু। না হলেও সমস্যা নেই।’
শেষে রোনালদো বলেছেন, ‘সৌদি প্রো লিগ ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমি ব্যক্তিগত রেকর্ড নিয় ভাবি না।’
Comments