হামলা–লুটপাট উচিত হয়নি, ভবিষ্যতে সচেষ্ট থাকবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের সময় কেএফসি ও বাটার শোরুমসহ বিভিন্ন দোকানে হামলা–লুটপাটের যে ঘটনা ঘটেছে সেটি উচিত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে ভবিষ্যতে এই বিষয়ে সরকার সচেষ্ট থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার(৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল দেশের বিভিন্ন জায়গায় লুটপাটের যে ঘটনা ঘটেছে, সেটা উচিত হয়নি। এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাটা বা কেএফসিতে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সরকার সচেষ্ট থাকবে।
Comments