
সাবেক সংসদ সদস্য (এমপি) ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে ডিবি।
মোরশেদ আলম নোয়াখালী-২ আসনের সাবেক এমপি। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দেশজুড়ে অসংখ্য হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্য। দলটির শীর্ষ নেতাদের প্রায় সকলেই আত্মগোপনে আছেন।
মোরশেদ খান বেসরকারি টেলিভিশন আরটিভির চেয়ারম্যান।
Comments