
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী, লেখিকা ও পরিচালক তাহিরা কাশ্যপ আবারও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এনডিটিভি থেকে জানা যায়, সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খবর জানান তিনি নিজেই।
তাহিরা লিখেছেন, সাত বছর ধরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছি। এবার বুঝলাম, নিয়মিত ম্যামোগ্রাম কতটা জরুরি। তাই আমি সবার জন্য এই বার্তা দিচ্ছি—অনুগ্রহ করে নিয়মিত স্ক্রিনিং করান। আমার জন্য এটি দ্বিতীয় রাউন্ড, কিন্তু আমি জানি—আমি পারব।
তিনি আরও লেখেন, যখন জীবন তোমার দিকে লেবু ছুঁড়ে দেয়, তখন সেটাকে কালা খাট্টা সরবতে পরিণত করো। আর তৃপ্তির সঙ্গে তাতে চুমুক দাও। প্রথমবার পারলে, দ্বিতীয়বারও তুমি পারবে।
২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হন তাহিরা। সেসময় তিনি সাহসিকতার সঙ্গে কেমোথেরাপি নেন এবং নিজের কামানো মাথার ছবি পোস্ট করে সকলকে অনুপ্রাণিত করেন। এরপর তিনি বেশ কিছুদিন সুস্থ ছিলেন এবং সিনেমা পরিচালনার কাজেও নিজেকে যুক্ত করেন।
তাহিরার এই পোস্ট প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। একই সঙ্গে তার মানসিক শক্তি ও ইতিবাচক মনোভাবের প্রশংসাও করছেন অনেকে।
Comments