Image description

বরিশালের মেহেন্দীগঞ্জে আবারও মৎস্য অধিদপ্তরের জাটকা সংরক্ষণ অভিযানকারীদের ওপর হামলা করেছেন স্থানীয় জেলেরা। বুধবার রাতে হামলার ঘটনায় কোস্টগার্ড চার রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম জানান, ৫টি অভয়াশ্রমে ইলিশ আহরণে গত ১ মার্চ থেকে দুইমাসের নিষেধাজ্ঞা চলছে। মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলাঘেষা মেঘনা ও এর শাখা নদীগুলো অভয়াশ্রমভুক্ত এলাকা। এসব নদীতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে গেলেই জেলেরা হামলা চালাচ্ছে। 

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে হিজলা উপজেলার মাঝেরচর এলাকায়  কোস্টগার্ডসহ উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযানে যায়। হঠাৎ করে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল ৭ থেকে ৮টি কাঠের নৌকা নিয়ে আভিযানিক দলের ওপর হামলা চালায়। তারা লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ করে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে। পরবর্তীতে অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কোস্টগার্ড সদস্য মনজুরুল হক।  

এর আগে গত মঙ্গলবার ভোর ৫টায় মেঘনার শাখা কালাবদর নদীতে হামলা হয়। জাটকা ধরার একটি ট্রলার ধাওয়া দিলে মাঝিদের হামলায় আহত হয়েছেন আনসার সদস্য সাইফুল।

গত ২০ মার্চ গজরিয়া নদীতে অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন ইলিশ সম্পদ ও উন্নয়ন ব্যবস্থাপনার প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না। আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে দাপটের সঙ্গে নদীতে ফিরছে’।