Image description

ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিল স্নায়ুচাপের লড়াই। চুলে আর্জেন্টিনার পতাকার রঙ করে, মাথায় বিশ্বকাপের লোগো খচিত ক্যাপ নিয়ে ফ্রান্সে পা রেখেছিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজ। 

বোঝাই যাচ্ছিল, পিএসজির ফ্রেঞ্চ তারকাদের বিপক্ষে স্নায়ুচাপের পরীক্ষা নিতে চাইছেন তিনি। তাতে সাড়াও মিলেছিল। দেসিরে দুয়ে সরাসরিই বলেছিলেন, ফ্রান্সের খেলোয়াড় হিসেবে কিছুটা প্রতিশোধ নিতে চান মার্তিনেজের বিপক্ষে। 

প্রতিশোধটা বেশ ভালোভাবেই নিয়েছেন দুয়ে। নিজে করেছেন এক গোল। অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজি জিতেছে ৩-১ গোলে। তবে এই ম্যাচের স্পটলাইট কেড়ে নিয়েছেন ‘নতুন ম্যারাডোনা’ নাম পেয়ে যাওয়া খাভিচা কাভারাৎসখেলিয়া। এমি মার্তিনেজ চেষ্টার ত্রুটি রাখেননি। পুরো ম্যাচে ছিল তার ৮ সেইভ এবং ৯ রিকোভারি। 

কিন্তু নিঃসঙ্গ নাবিক হয়ে প্রতিকূল আবহাওয়ায় কতক্ষণই বা টেকা যায়? বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পিএসজির আক্রমণের সামনে তিনটা গোল হজম করতেই হলো মার্তিনেজকে। শুরু থেকেই লুইস এনরিকের শিষ্যরা ব্যস্ত রেখেছিল ভিলাকে। শুরুর আধঘণ্টায় অন্তত ৮বার গোলে শট নিয়েছে পিএসজি। বিপরীতে ভিলা কোনো আক্রমণই করতে পারেনি।