Image description

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলসেকশনে ট্রেন থেকে দেদারছে তেল চুরি হচ্ছে। চট্টগ্রাম-ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেন থেকে তেল চুরির ঘটনায় মঙ্গলবার ট্রেন চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় রেলওয়ের উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি টিম তদন্তে নেমেছে। 

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-ঢাকা রেলপথের আখাউড়া রেলজংশন এলাকার কোড্ডা নামক স্থানে মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্চিন থেকে নিয়মিত তেল চুরি হয়। ট্রেন চালক ও পরিচালসহ ট্রেনে কর্মরত সবাই এই চুরির সাথে জড়িত বলেও তারা জানান।

আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানান, সোমবার রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তেল চুরি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম-ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে চুরির সময় হাতেনাতে ২১০ লিটার তেল উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রেন চালক মো: নাসির উদ্দিন, সহকারী চালক আ: রাজ্জাক, ট্রেন পরিচালক মো: ওমর ফারুকসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।

তিনি আরও জানান, আসামী গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে তবে ট্রেন চালক ও পরিচালকের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। 

আখাউড়া লোকোসেড ইনর্চাজ উপ-সহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম জানান, এই ঘটনার সাথে তাদের অফিসের কোন সম্পৃক্তা নেই। জড়িতরা ঢাকা ও চট্টগ্রামে কর্মরত।