
বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলেও এই তালিকা থেকে বাদ পড়েছে চীন। বরং চীনের বিরুদ্ধে নতুন করে শুল্ক বাড়িয়ে এর পরিমাণ ১২৫ শতাংশ করা হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউসের একটি নথিতে চীনা পণ্যকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের নতুন তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, চীনের ওপর ওয়াশিংটন শুল্ক বাড়িয়ে একেবারে ১৪৫ শতাংশ করেছে। হোয়াইট হাউসের নথিতে চীনের বিরুদ্ধে উচ্চ শুল্কের এই তথ্য নিশ্চিত হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
হোয়াইট হাউসের নথিতে দেখা গেছে, কয়েক ডজন দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছিলেন, তা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। তবে চীনের ওপর আরোপিত শুল্ক নতুন করে বৃদ্ধি করেছেন তিনি।
প্রথম দফায় ১২৫ শতাংশ করা হলেও হোয়াইট হাউসের নথিতে চীনা পণ্যের মার্কিন আমদানির ওপর পূর্বের আরোপিত অতিরিক্ত আরও ২০ শতাংশ জুড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হার ১৪৫ শতাংশে পৌঁছেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ট্রাম্প যদি তার এই ‘‘অপমানজনক’’ শুল্ক নীতি জারি রাখেন, তাহলে চীনও ‘‘শেষ পর্যন্ত’’ লড়াই করবে। ৯ এপ্রিল মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশে উন্নীত করে চীন।
Comments