
কিশোরগঞ্জ জেলার ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে তানিয়া (১২) ও লামিয়া (৮) নামে দুই বোন মারা গেছে। তারা উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী শহীদ মিয়ার দুই মেয়ে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, নবীপুরের নিজ বাড়ি থেকে তানিয়া ও লামিয়া মায়ের সঙ্গে চরপাড়ায় তাদের নানা বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে অন্যদের সঙ্গে দুই বোন মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তানিয়া ও লামিয়া পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, মেঘনা নদীতে গোসল করতে নেমে হঠাৎ দুই বোন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা নদী থেকে মরদেহ উদ্ধার করে।
Comments