
নাটোর আদালতের মালখানাসহ বিভিন্ন কক্ষের দরজা-জানালার গ্রিল কেটে প্রায় ৩৭ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ আলামত চুরির ঘটনা ঘটেছে। এ সময় আদালতের হাজত খানা ও মালখানাসহ আশপাশের ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভাইসগুলোও খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মালখানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, ‘আজ সকালে আদালতে আমার কক্ষে ঢুকে দরজার পাশের জানালার গ্রিল ভাঙা দেখতে পাই। পরে অন্য পুলিশ সদস্যদের ডাক দেই। এরপর একে একে আরও কয়েকটি কক্ষের দরজা-জানালা ভাঙা দেখতে পাই। এ ছাড়া মালখানার দরজার তালাও ভাঙা দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।’
এসআই রেজাউল আরও বলেন, ‘গত ১৩ মার্চের সিংড়া থেকে উদ্ধারকৃত প্রায় ৩৭ লাখ টাকা আলামত হিসেবে কক্ষের ভেতরের একটি স্টেলের আলমারিতে মধ্যে রক্ষিত ছিল। সেই টাকা সম্পূর্ণটি খোয়া গেছে।’
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‘সকালে মালখানার চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে মালখানার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও রুপার কিছু গহনা খোয়া যাওয়ার তথ্য পেয়েছি।’
পুলিশ সুপার আরও বলেন, এলাকাটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সেই ক্যামেরার ডিভাইসও চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশের কয়েকটি টিম। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
Comments