Image description

আইপিএলের চলমান অষ্টাদশ আসরে রীতিমতো করুণ অবস্থা সাবেক চ্যাম্পিয়ন ফ্র‍্যাঞ্চাইজিগুলোর। টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নব্য জায়ান্ট হতে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদও এবার বড় বিপর্যয়ে পড়েছে। তিন দলই ন্যূনতম ৫ ম্যাচ খেলে মাত্র এক জয় নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

শুক্রবার (১১ এপ্রিল) ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়ে হেরেছে চেন্নাই। অথচ আইপিএলের চলমান আসর থেকে রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় এই ম্যাচ দিয়ে ফের দলটির নেতৃত্বে ফিরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর এদিনই টানা পঞ্চম ম্যাচে হারল চেন্নাই। আইপিএল ইতিহাসে এমন বিব্রতকর ঘটনা ধোনির দলের জন্য এবারই প্রথম। বিপরীতে তাদের বিপক্ষে বড় জয়ে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে কলকাতা। তিন ধাপ এগিয়ে অজিঙ্কা রাহানের দলটি তিনে উঠে এসেছে।

কলকাতার বিপক্ষে আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে কম রানে অলআউট হয় কিংস। নির্ধারিত ২০ ওভার শেষে তারা ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ১০৩ রান তুলতে পারে। তাদের পক্ষে ২৯ বলে সর্বোচ্চ ৩১ রানের মন্থর ইনিংস খেলেন শিভাম দুবে। লক্ষ্য তাড়ায় ১০.১ ওভারেই জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ৪৪ করেন সুনীল নারিন। ১৬ বলে ২৩ রান করেন কুইন্টন ডি’কক।

একে তো ৬ ম্যাচের মধ্যে টানা পঞ্চম হার, তার ওপর বড় ব্যবধানে হেরে প্লে-অফে ওঠার লড়াইটাও কঠিন করে তুলল চেন্নাই সুপার কিংস। ব্যাটিং বিপযর্য়ের জেরে বাজেভাবে হারের পর পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান নয় নম্বরে (নেট রানরেট -০.০১০)। তাদের চেয়ে একটি করে ম্যাচ কম খেলে সমান এক জয় পেয়েছে মুম্বাই ও হায়দরাবাদ। তবে নেট রানরেটের হিসাবে মুম্বাই (রানরেট -১.৫৫৪) আট আর হায়দরাবাদের (রানরেট -১.৬২৯) অবস্থান একেবারে তলানিতে (দশম)।

চলতি আইপিএলে দারুণ ফর্মে থাকা দুই দল গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ সমান ৪টি করে ম্যাচ জিতেছে। তবে রানরেটের হিসাবে শীর্ষে রয়েছে গুজরাট (+১.৪১৩), যদিও তারা এক ম্যাচ বেশি খেলেছে। আর ৪ ম্যাচের সবকটিতে জয়ী দিল্লি +১.২৭৮ রানরেট নিয়ে আছে দুইয়ে। চেন্নাইয়ের বিপক্ষে বড় জয় নিয়ে নেট রানরেটেই বড় লাভটা হয়েছে কলকাতার (+০.৮০৩)। ৬ ম্যাচে তাদের জয় ৩টিতে। সমান ম্যাচ জিতেছে আরও তিন দল।

কলকাতার সমান ৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৪-৬ এর মধ্যে অবস্থান করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (+০.৫৩৯), পাঞ্জাব কিংস (+০.২৮৯) ও লখনৌ সুপার জায়ান্টস (+০.০৭৮)। এ ছাড়া ৬ ম্যাচে ২ জয় নিয়ে রাজস্থান রয়্যালসের (-০.৭৩৩) অবস্থান সাত নম্বরে।