
গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকায় কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিশ ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব মোল্লা (২৯) গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments